বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাড়ছে রাশিয়ান বৃত্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৮:১৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে রাশিয়ার ১১০টি সরকারি বৃত্তি চালু আছে। আগামী শিক্ষাবর্ষে বৃত্তির সংখ্যা আরও বাড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল এ ডভয়চেনকভ।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাভেল এ ডভয়চেনকভ। এ সময় তিনি কথাটি শিক্ষামন্ত্রীকে জানান।

রোববার (২০ আগস্ট) রাশিয়ান হাউসের এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাতের কথা জানানো হয়। সাক্ষাতের সময় তারা দুজনই বাংলাদেশে রাশিয়ান হাউসের ভূমিকা ও রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেন।

রাশিয়ান হাউসের পরিচালক পাভেল এ ডভয়চেনকভ শিক্ষামন্ত্রীকে বলেন, বন্ধুত্ব ও কৃতজ্ঞতার বার্তা নিয়ে বঙ্গবন্ধুর সোভিয়েত সফর করেছেন। তারপরই ১৯৭২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে অনেক বাংলাদেশি ছাত্র পূর্ণ বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নে যাত্রা শুরু করে। এই সহযোগিতার কারণে সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা স্বাধীনতা-উত্তর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানেও তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বর্তমানে রাশিয়ার ১১০টি সরকারি বৃত্তি চালু আছে। পাভেল আশা প্রকাশ করে বলেন, তিনি আগামী শিক্ষাবর্ষে বৃত্তির সংখ্যা আরও বৃদ্ধির জন্য জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম দেশ রাশিয়া। পারস্পরিক আস্থার সম্পূরক সুদীর্ঘ কালের। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও জানান দীপু মনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর