বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন

নতুন চার বগি যুক্ত হচ্ছে সোনার বাংলায়

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৩, ১৩:১৯

চলতি মাসের ১৬ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেসে আরও ৪টি বাড়তি কোচ যুক্ত হবে। সোনার বাংলা এক্সপ্রেস আগে চলতো ১৪টি কোচে।

এখন চলবে ১৮ কোচে। যে ৪টি কোচ নতুনভাবে যুক্ত হচ্ছে তাতে ৩০৬ জন অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।

একইদিন চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসে যুক্ত হচ্ছে লাল সবুজের সোনার বাংলার অবমুক্ত কোচগুলো। বিজয় এক্সপ্রেস আগে চলতো চায়না সাদা বগিতে। ১৬ আগস্ট থেকে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার নতুন কোচে চলাচল করবে। আগে বিজয় এক্সপ্রেসে ছিল ১৪টি কোচ, এখন চলবে ১৬ কোচে। বিজয় এক্সপ্রেসে বাড়তি ২টি কোচে শতাধিক যাত্রী পরিবহন করা যাবে।

রেলওয়ের পরিবহন সংশ্লিষ্টরা জানান, সোনার বাংলায় দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত যে মিটারগেজ কোচগুলো যুক্ত হবে সে কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোর, বায়ো-টয়লেট, স্বয়ংক্রিয় ঘোষণাসহ নানা ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ হবে আরামদায়ক।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী তাপস কুমার দাস বলেন, ১৬ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়া হতে আমদানিকৃত আধুনিক নতুন কোচে চলাচল করবে সোনার বাংলা এক্সপ্রেস। একইসাথে সোনার বাংলার অবমুক্ত ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসও।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, সোনার বাংলায় নতুন যেসব কোচ যুক্ত হবে সেগুলোর ট্রায়াল রান চলছে। ইতিমধ্যে ১৩টি নতুন কোচ পাহাড়তলী থেকে ফেনী পর্যন্ত ট্রায়াল দেওয়া হয়েছে। আগে সোনার বাংলায় ১৪টি কোচ ছিল। ১৪টি কোচে ৫৮৪জন যাত্রী যেতে পারতেন। এখন আরও ৪টি অতিরিক্ত কোচ যুক্ত হয়ে ১৮টি চলবে। বাড়তি ৪টি কোচে আরও ৩০৬ জন অতিরিক্ত যাত্রী সোনার বাংলায় যাতায়াত করতে পারবেন। 

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এতোদিন চায়না সাদা বগিতে চলতো। ১৬ আগস্ট থেকে সোনার বাংলা ইন্দোনেশিয়ার লাল সবুজের আধুনিক কোচে চলবে। আগে বিজয় এক্সপ্রেস চলতো ১৪ কোচে। এখন চলবে ১৬ কোচে। বাড়তি ২টি কোচে আরও ১০০ জনের মতো অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর