বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প

৩ যোগাসন করলেই মিলবে বলিরেখাহীন টানটান ত্বক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৮:০৫

নিয়মিত যোগাসন আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনশৈলী উপহার দিতে পারে। হেলথশটস জানাচ্ছে, যোগাসন করলে শরীর তো ভালো থাকবেই, সেসঙ্গে সারা শরীরে রক্ত সঞ্চালন বাড়ে।

ত্বকেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছায়। ফলে ত্বকের জেল্লা উপচে পড়বে। সেসঙ্গে কোলাজেন উৎপাদনেও কোনো বাধা আসবে না। তাই ত্বক থাকবে টানটান এবং বলিরেখাহীন। যোগাসন নিয়মিত করলে ত্বকের জেল্লা তো বাড়বেই, পাশাপাশি বলিরেখাও মলিন হবে অল্প দিনে!

 

তাহলে এবার দেখে নিন কার্যকরী যোগাসন:

বজ্রাসন: প্রথমে পায়ের ওপর সোজা হয়ে বসুন। দুই পায়ের পাতা এবং হাঁটু যেন জোড়া থাকে। পায়ের ওপর ভর দিয়ে সোজা হয়ে বসতে হবে। দুই হাত ধ্যানের মতো পায়ের ওপর রাখতে পারেন। অন্তত এক মিনিট এ আসন করতে হবে।

 

উষ্ট্রাসন: এই আসন আপনার ত্বকের জন্যেও যেমন উপকারি, তেমনই স্বাস্থ্য ভালো রাখতেও বেশ কার্যকরী। এর জন্যে প্রথম সোজা হয়ে হাঁটুর ওপরে বসুন। এরপর ব্যাকবেন্ড করে হাতের তালু দিয়ে দুই পায়ের পাতা ছোঁয়ার চেষ্টা করুন। এই নিউট্রাল পজিশনে থাকতে হবে অন্তত ১৫ সেকেন্ড। অভ্যাস করার সঙ্গে সঙ্গেই সময় সীমা বাড়াতে থাকুন।

 

সর্বঙ্গাসন: এই আসন করার জন্যে প্রথমে সোজা হয়ে শুয়ে পড়ুন। দেওয়ালের সামনে শুলে বেশি ভালো হয়। কোমরের নিচে একটি বালিশ রাখতে পারলে ভালো হয়। এবার দুই পা কোমর থেকে সোজা করে তুলুন। দেওয়ালে ভর দিয়ে কোমর থেকে শরীরের নিচের অংশ তোলার চেষ্টা করুন এবং এ সময়ে আপনি কোমরে বালিশের সাপোর্ট পাবেন। অন্তত ১০ সেকেন্ড এই পজিশন ধরে রাখতে হবে। বেশ কিছু দিন অভ্যাস করার পরে বালিশ এবং দেওয়ালের সাপোর্ট ছাড়াই আপনি এ আসন করতে পারবেন।

 

সাবধানতা: প্রায় প্রত্যেকেই এই ধরনের আসন করতে পারেন। তবে উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হার্টের অসুখ থাকলে বা অন্তঃসত্ত্বা নারীরা যোগাসন করার আগে একবার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর