বুধবার, ২১শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ফের বন্যার আশঙ্কা
  • চাপের মুখে ইসরায়েল: চারদিক থেকে ঘিরে ধরেছে ২২ দেশ এবার কি থামবে আগ্রাসন
  • প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন শেহবাজ শরীফ
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • হাসনাতকে উদ্দেশ্য করে কুমিল্লা বিএনপির করা হুঁশিয়ারি
  • আবারও কোভিড সংক্রমণে ভয়ঙ্কর ঊর্ধ্বগতি
  • ৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল
  • ব্রাজিলে ‘কোচ’ হওয়ার ডাক এলে কী করবেন, জানালেন কাকা
  • স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী

আসিফ মাহমুদ

ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৬:১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো লাভ নেই।আদালতে যে আইনি লড়াই, সেটি লড়তে হবে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত যুব সমাবেশ ২০২৫- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, যখন সরকার কাজ করে, তখন একটি বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি, তা ভাবার কোনো কারণ নেই।

এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিচারাধীন বিষয় আছে। যে জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোশতাক জহির।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী যুব প্রতিনিধি ও পুরস্কারপ্রাপ্ত যুব প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য দেন


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর