বুধবার, ২১শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ফের বন্যার আশঙ্কা
  • চাপের মুখে ইসরায়েল: চারদিক থেকে ঘিরে ধরেছে ২২ দেশ এবার কি থামবে আগ্রাসন
  • প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন শেহবাজ শরীফ
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • হাসনাতকে উদ্দেশ্য করে কুমিল্লা বিএনপির করা হুঁশিয়ারি
  • আবারও কোভিড সংক্রমণে ভয়ঙ্কর ঊর্ধ্বগতি
  • ৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল
  • ব্রাজিলে ‘কোচ’ হওয়ার ডাক এলে কী করবেন, জানালেন কাকা
  • স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মে ২০২৫, ১৪:১১

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া আরও অনলাইনে যুক্ত হন মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমদ।

তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তার বিস্তারিত কিছু জানান হয়নি বিএনপির মিডিয়া সেলের পেজটিতে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই বৈঠকটি শুরু হয়ে সাড়ে ১১টার দিকে শেষ হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর