বুধবার, ২১শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ফের বন্যার আশঙ্কা
  • চাপের মুখে ইসরায়েল: চারদিক থেকে ঘিরে ধরেছে ২২ দেশ এবার কি থামবে আগ্রাসন
  • প্রধানমন্ত্রীত্ব হারাতে পারেন শেহবাজ শরীফ
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন
  • হাসনাতকে উদ্দেশ্য করে কুমিল্লা বিএনপির করা হুঁশিয়ারি
  • আবারও কোভিড সংক্রমণে ভয়ঙ্কর ঊর্ধ্বগতি
  • ৭ মাস ধরে ইডেনের ছাত্রীকে আটকে ধর্ষণ, ভিডিও ধারণ করে হুমকি দিতেন নোবেল
  • ব্রাজিলে ‘কোচ’ হওয়ার ডাক এলে কী করবেন, জানালেন কাকা
  • স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালাল স্বামী

যে বার্তা নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীন যাচ্ছেন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ১৭:০০

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার চীনের রাজধানী বেইজিংয়ে সরকারি সফরে যাচ্ছেন আজ। সফর চলবে ২২ মে পর্যন্ত।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে এই সফরে তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে গভীর আলোচনা করবেন বলে রবিবার (১৮ মে) এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর।

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন সম্প্রতি কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। ভারত কোনো প্রমাণ ছাড়াই এই হামলার দায় পাকিস্তানের উপর চাপায়।

৬ ও ৭ মে ভারতের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে চালানো বিমান হামলায় সাধারণ মানুষ নিহত হয়, যার জবাবে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। ড্রোন প্রতিরোধ ও বিমানঘাঁটিতে পালটা হামলার পর, ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও ভারত আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছে, পাকিস্তান শান্তি ও সংলাপের প্রস্তাব দিয়েছে এবং ভবিষ্যৎ উত্তেজনার বিরুদ্ধে সতর্ক করেছে।

এর আগে ৫ মে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে এক বৈঠকে চীন ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেও পাকিস্তানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, বেইজিং সফরে ইসহাক ডার ও ওয়াং ই দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করবেন।

পাশাপাশি, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ পরিসর পর্যালোচনা করা হবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় হবে।

চীন ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান, যার অংশ হিসেবে চীন বিভিন্ন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্পে পাকিস্তানকে সহায়তা করে আসছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর, যা পাকিস্তানের অর্থনীতির জন্য "লাইফলাইন" হিসেবে বিবেচিত।

চলতি বছরের মার্চ মাসে চীন পাকিস্তানকে বড় ধরনের আর্থিক স্বস্তি দিয়ে ২ বিলিয়ন ডলারের একটি ঋণের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দেয়, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে সাহায্য করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর