সোমবার, ১৯শে মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পলিথিনের বিকল্প হিসেবে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে
  • ঘরোয়া চিকিৎসায় থাইরয়েড থাকবে নিয়ন্ত্রণে—জানুন সহজ উপায়
  • শান্তির দূত কে হবেন, পুতিন নাকি ট্রাম্প
  • এখন ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে চীনে
  • দেশে খাদ্যের কোন ঘাটতি নেই
  • চাকরি হারালেন বছরে ১.২৮ কোটি টাকা আয় করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, শঙ্কা জানালেন এআই-র ভবিষ্যৎ দখল নিয়ে
  • অবৈধ রায়ের মাধ্যমে মেয়র হওয়ার শখ কেন
  • আমদানি নীতি পরিবর্তনে কর্মসংস্থান হারানোর ভয় ভারতীয়দের
  • ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, নিখোঁজ ১৯
  • সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় শাকিলের

আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মে ২০২৫, ১৪:৩১

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেত্রী এবং সিডিএ’র সাবেক সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আতুয়ার ডিপো এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আরিফুর রহমান। তিনি জানান, "নগরীর বায়েজিদ এলাকার একটি বাসা থেকে জিন্নাত নামে এক নারীকে আমরা আটক করেছি। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।"

জিনাত সোহানার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া মাদ্রাসায় জাতীয় সংগীত পাঠ এবং জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।

তথ্য অনুসারে, জিনাত সোহানা চট্টগ্রাম চেম্বার ও উইমেনস চেম্বারের সাবেক সদস্য, এবং ফারমিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে বিজিএমইএ’রও সদস্য ছিলেন। তার স্বামী মোহাম্মদ ইমরান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি এবং অতীতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিনাত সোহানা ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ আরাফাতের ঘনিষ্ঠ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় জিনাত সোহানা এজাহারভুক্ত আসামি। কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং ইসকন নেতাদের নাম উল্লেখ করে ২৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

ওসি মো. আরিফুর রহমান জানান, মামলার পরিপ্রেক্ষিতে তাকে রাতেই কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর