প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৫, ১৮:০৪
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, গাজা উপত্যকায় আর কোনো ধরনের মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না। এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরায়েলের নীতিমালা স্পষ্ট, গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে না।”
তিনি বলেন, “মানবিক সহায়তা আটকে রাখাই এখন হামাসকে চাপ দেওয়ার অন্যতম প্রধান কৌশল, যাতে তারা সাধারণ জনগণের ওপর এই উপায় ব্যবহার করতে না পারে।”
কাটজ আরও জানান, “বর্তমান বাস্তবতায়, কেউ গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে না এবং এমন কোনো প্রস্তুতিও নেওয়া হচ্ছে না।”
ইসরায়েলি কর্তৃপক্ষ গত এক মাসেরও বেশি সময় ধরে গাজায় সব ধরনের সহায়তা প্রবেশ বন্ধ রেখেছে। ফলে অঞ্চলটিতে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। খাবার, জ্বালানি ও ওষুধের ঘাটতি মারাত্মক অবস্থায় পৌঁছেছে।
মন্তব্য করুন: