শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাণিজ্য-প্রতিকূল আচরণে ভারতের উদ্বেগ, তবে প্রতিশোধমূলক পদক্ষেপ এড়ানোর ইঙ্গিত
  • মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা
  • বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল
  • মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়
  • পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না
  • নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই
  • রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক
  • আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
  • পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
  • ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

জাতিসংঘে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫, ১১:০৪

বাংলাদেশের পক্ষ থেকে যুবসমাজের জন্য লক্ষ্যবস্তু উদ্যোগসহ সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের (সিপিডি) ৫৮তম অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৮ এপ্রিল) নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অধ্যাপক রহমান তার বিবৃতিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিষেবা সরবরাহে উদ্ভাবন এবং সম্প্রদায়ের ক্ষমতায়নে মুনাফা পুনঃবিনিয়োগের জন্য উদ্যোগগুলোকে সম্পৃক্ত করে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানোর সম্ভাবনার কথা তুলে ধরেন।

তিনি বিশ্বব্যাপী সহযোগিতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ইউএনএফপিএ নির্বাহী বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান সদস্য হিসেবে বাংলাদেশ তার অভিজ্ঞতা, শিক্ষা, বিশেষ করে মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভাগ করে নিতে প্রস্তুত।

অধ্যাপক রহমান ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক একটি উচ্চ-স্তরের পার্শ্ব অনুষ্ঠানেও বক্তব্য রাখেন।

তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যের উন্নতিতে ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য ধাত্রী শিক্ষা, প্রশিক্ষণ এবং আরও ধাত্রী পদ তৈরির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে বর্তমানে প্রায় তিন হাজার পেশাদার ধাত্রী কর্মরত আছেন, এই সংখ্যা আরও বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান ৭-১১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৮তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কের একটি সরকারি সফরে রয়েছেন।

প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারওয়ার বারী এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর