শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাণিজ্য-প্রতিকূল আচরণে ভারতের উদ্বেগ, তবে প্রতিশোধমূলক পদক্ষেপ এড়ানোর ইঙ্গিত
  • মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা
  • বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল
  • মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়
  • পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না
  • নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই
  • রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক
  • আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
  • পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
  • ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

ফিলিস্তিনের সমর্থনে আজ সারা দেশে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৫, ১৩:২৪

ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ একাধিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

এর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে গাজাসহ ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেয় এবং বিশ্বের সব দেশকে এতে অংশ নেওয়ার আহ্বান জানায়। এর পরপরই বাংলাদেশের বিভিন্ন সংগঠনও একাত্মতা প্রকাশ করে কর্মসূচি ঘোষণা করে।

এদিন বিকেল ৫টায় গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর ইউনিট।

এদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখা বিকেল ৪টায় মহাখালীতে এবং দক্ষিণ শাখা বিকেল ৫টায় বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। একই সময়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিকেল ৪টায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

ছাত্রশিবির ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন।

বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী মোড়ে ‘সাধারণ আলেম সমাজ’-এর ব্যানারে এবং একই সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়’ ব্যানারে বিক্ষোভের ঘোষণা রয়েছে।

জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের ফটকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং বিকেল ৪টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে খেলাফতে মজলিস।

এছাড়া, গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল সোমবার সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর