শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাণিজ্য-প্রতিকূল আচরণে ভারতের উদ্বেগ, তবে প্রতিশোধমূলক পদক্ষেপ এড়ানোর ইঙ্গিত
  • মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা
  • বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল
  • মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়
  • পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না
  • নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই
  • রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক
  • আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
  • পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
  • ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

ক্যাটরিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য নৃত্যপরিচালকের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৫

অভিনয়ের জন্য একাধিকবার সমালোচিত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে বর্তমানে বিজয় সেতুপতির বিপরীতে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনয়ের জন্য কটাক্ষের শিকার হলেও ক্যাটরিনার নাচের অনুরাগী অনেকেই। কিন্তু একটা সময়ে নাকি সেটিও পারতেন না অভিনেত্রী। দীর্ঘাঙ্গী ক্যাটরিনার নাচের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার শরীরই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন নৃত্যপরিচালক টের্যান্স লুইস।

ক্যাটরিনার প্রথম সিনেমা ‘বুম’। সেই সময় নাচের কোনো প্রশিক্ষণই ছিল না তার। টের্যান্স বলেন, ক্যাটরিনা কাইফ একটা মেয়ে বটে। মনে আছে— ‘বুম’ সিনেমার পর ওর সঙ্গে একটা অনুষ্ঠান করেছিলাম।

দেখেই মনে হয়েছিল— আরে ওর তো দেহের গড়নই ঠিক নেই। নাচতেও পারে না। না আছে চেহারা, না আছে নাচের প্রশিক্ষণ। লম্বা-চওড়া দেহের অধিকারী শুধু।

কিন্তু টের্যান্সের এ ধারণা বদলাতে বেশি সময় লাগেনি। ‘রেস’ সিনেমায় বসকোর পরিচালনায় ‘জারা জারা টাচ মি’ গানে নেচেছিলেন ক্যাটরিনা। অভিনেত্রীকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন টের্যান্স। বসকোকে তিনি বলেছিলেন— আরে তুমি কী করেছ। অসাধারণ নেচেছে ক্যাটরিনা।

এই মেয়েটাকেই আমি দেখেছিলাম! এই মেয়েটারই অমন চেহারার গড়ন ছিল? সত্যিই ক্যাটরিনা প্রবল পরিশ্রমী একজন অভিনেত্রী। ও নিজের চেহারা ও কাজে যেভাবে বদল এনেছে এবং নিজেকে যেভাবে গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়।

ক্যাটরিনা সম্পর্কে একবার শেখর সুমনও বলেছিলেন, অভিনেতাদের জীবনের উত্থান-পতন থেকে অনেক কিছু শেখা যায়। ক্যাটরিনা কাইফকেই দেখুন।

যখন প্রথম ‘বুম’ সিনেমায় অভিনয় করেছিলেন, তখন তিনি ঠিক করে দাঁড়াতে পারতেন না। সংলাপ বলতে পারতেন না। নাচতেও পারতেন না। আর এখন তাকে দেখুন— ‘রাজনীতি’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ কিংবা ‘ধুম ৩’ সিনেমা দেখুন। বলতে পারবেন না, ক্যাটরিনা একই রকম রয়ে গেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর