প্রকাশিত:
২ এপ্রিল ২০২৫, ১৫:০০
‘হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না, বাড়ালেই হাত বন্ধু সবাই হয় না’ – মহীনের ঘোড়াগুলির সেই বিখ্যাত গানের লাইনটির মতোই, মাঝে মাঝে দীর্ঘ দিনের সঙ্গীর আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। এমন পরিস্থিতিতে সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে। তবে কিছু লক্ষণ আছে যা থেকে আপনি বুঝতে পারবেন, আপনার সঙ্গী আদৌ বিশ্বাসযোগ্য কি না। চলুন, জেনে নিই।
গোপনীয়তা
সঙ্গী যদি মাঝে মাঝে কিছু কথা লুকিয়ে রাখেন এবং আপনি অন্য কারো থেকে সেই তথ্য জানতে পারেন, তবে তা সন্দেহের কারণ হতে পারে। সরাসরি কথা বললে অনেক বিষয় পরিষ্কার হয়ে যায়।
খোলামেলা আলোচনা
সম্পর্কের সমস্যাগুলো নিয়ে আপনি যখন সরাসরি আলোচনা করতে চান, সঙ্গী যদি তাতে রাজি হতে যায় না বা আলোচনা এড়িয়ে চলে। এরকম বারবার হলে আপনাদের সম্পর্ক নিয়ে ভেবে দেখুন।
আবদার ও সীমা
সঙ্গীর আবদার মন্দ হয়। তবে যদি সেটা আপনাকে আপনার স্বাচ্ছন্দ্যের বাইরে যেতে বাধ্য করে তখন বুঝতে হবে, কোথাও যেন সীমা অতিক্রম করা হচ্ছে। আবদার আর জোরাজুরির মধ্যে পার্থক্য আপনাকেই বুঝে নিতে হবে।
মন্তব্য করুন: