শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাণিজ্য-প্রতিকূল আচরণে ভারতের উদ্বেগ, তবে প্রতিশোধমূলক পদক্ষেপ এড়ানোর ইঙ্গিত
  • মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা
  • বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল
  • মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়
  • পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না
  • নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই
  • রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক
  • আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
  • পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
  • ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জেরে ১৫ কারখানায় ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১৩:৩৫

গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলন থাকা অবস্থায় কয়েকটি কারাখানা আবার চালু করা হয়েছে।

ইউএনবি জানিয়েছে, আজ ২২ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়েকদিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাক-বিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেপ্তার হয়। এসবের জের ধরে এই কারখানায় উত্তেজনা চলছিল।

ওই প্রেক্ষাপটে শনিবার (২২ মার্চ) থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয় শ্রমিকরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় আরও কারখানায় গিয়ে ইট পাটকেল ছোড়েন তারা।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর