শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৫ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাণিজ্য-প্রতিকূল আচরণে ভারতের উদ্বেগ, তবে প্রতিশোধমূলক পদক্ষেপ এড়ানোর ইঙ্গিত
  • মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহীতে বখাটেদের হামলায় খুন হলেন বাবা
  • বৈঠকে বসছেন পলিটেকনিক শিক্ষার্থীরা, রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল
  • মুজিবনগর সরকার আমাদের জন্য বীরত্বগাথা অধ্যায়
  • পেঁয়াজের দাম বাড়তে দেয়া হবে না
  • নির্বাচন হলেই গণতন্ত্র হবে এর গ্যারান্টি নেই
  • রাষ্ট্র সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক
  • আনন্দ উল্লাসে শেষ হলো ‘আনন্দ শোভাযাত্রা’
  • পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক
  • ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে একমত নয় বিএনপি

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৬:১৯

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে চলমান আগ্রাসন ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি পরিবহন চত্বর হয়ে ছাত্রীদের আবাসিক হল প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ফিলিস্তিনের দুর্দিনে এগিয়ে আসুন। নারী-শিশুদের প্রতি যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু বলেন, আজ আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা রোজা শেষে খাবারের বন্দবস্ত করি। কিন্তু, ফিলিস্তিনের জনগণ রাত পর্যন্ত বাঁচবে কী না সেই চিন্তা করে। আমরা জাতিসংঘ এবং ওআইসি-এর প্রতি আহ্বান জানাই, আপনারা ফিলিস্তিন সংকট সমাধানে এগিয়ে আসুন। তা না হলে এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই পূর্বের মানচিত্রে দেখতে চাই।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাবি শাখার দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আজ আমরা রোজা শেষে ঈদের প্রস্তুতি নিচ্ছি, আমাদের ইবাদতকে উপভোগ করছি। কিন্তু, ফিলিস্তিনের জনগণের উপর জায়োনবাদী ইসরাইল বর্বরচিত হত্যাকাণ্ড চালাচ্ছে। জায়োনবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি ও সমাজতান্ত্রিক শক্তির মুখে মানবতার বুলি আওড়ালেও মূলত তারাই আসলে সন্ত্রাসবাদকে উস্কে দেয়। এদের কারণেই আজ বিশ্বে বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত। আমরা এ উপনিবেশবাদী শক্তিগুলোর তীব্র নিন্দা জানাই এবং হুঁশিয়ার করে দিতে চাই, যদি কখনো জায়োনবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাই, তাহলে সে সুযোগ আমরা লুফ নিবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর