বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা-জয়-রেহানার ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে
  • আইনশৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না
  • ১৫ দিনের মধ্যে তদন্ত, ৯০ দিনে ধর্ষণের বিচার করতে হবে
  • পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে
  • ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া ও যাত্রীবহন করলে কঠোর ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ
  • হাসিনা, তার পরিবারের সদস্য ও সকল সহযোগীর বিচার হবে
  • ইসির অধীনে এনআইডি সেবা না রাখার প্রস্তাব
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, যে জবাব দিলেন ড. ইউনূস

আর্জেন্টিনাকে হারিয়ে দিল ব্রাজিল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ মার্চ ২০২৫, ১১:২০

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই বিশ্বজুড়ে উত্তেজনা। দুনিয়ার আনাচকানাচ দুই দলের কোটি কোটি ভক্তের স্নায়ুচাপে ভোগা। কিন্তু বাংলাদেশ সময় কাল রাতে মোটামুটি নীরবেই একটি ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা ও ব্রাজিল। সেটিও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আর যে ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল।

‘আর্জেন্টিনা-ব্রাজিল “ক্লাসিকো” তো এ মাসের শেষ দিকে হওয়ার কথা’—এমনটা যাঁরা জানেন, তাঁরা ভুল জানেন না! তবে কাল আর্জেন্টিনার বুয়েনস এইরেসে আর্জেন্টিনা-ব্রাজিল ঠিকই মুখোমুখি হয়েছিল। সেটিও বিশ্বকাপের বাছাইপর্বেই। তবে ম্যাচটা ছিল ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্বের। আর যে ম্যাচে ২৫ রানে জিতেছে ব্রাজিল।

স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে। আর্জেন্টিনাকে হারিয়ে সেই পথের দিকে প্রথম পদক্ষেপ দিয়ে রাখল ব্রাজিলের নারী ক্রিকেট দল।

টসে হেরে ব্যাটিং পাওয়া ব্রাজিল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করে ৬৯ রান। রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। শুরুটা অবশ্য খারাপ ছিল না আর্জেন্টিনার। দলটি দুই ওপেনার আলবের্তিনা গালান (৯) ও মালেনা লোয়ো (১০) ৫.২ ওভারেই তুলে ফেলেছিলেন ২২ রান।

ব্রাজিলের নিকোল মন্তেইরো লোয়োকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতেই ধসের সূচনা। ঠিক পরের বলেই ব্রাজিল পেসারের বলে বোল্ড মারিয়া কাস্তিনেইরাস। পরের ওভারে কারোলিনা নাসিমেন্তো যখন আরেক ওপেনার গালানকেও বোল্ড করলেন আর্জেন্টিনার স্কোর ২২/৩। এরপর অবশ্য অলআউট হওয়ার আগে আরও ২২ রান যোগ করতে পারে আর্জেন্টাইনরা।

ব্রাজিলের নিকোল মন্তেইরো ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর্জেন্টিনার দুই ওপেনারের রানই দলটির ইনিংসে প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো। ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে ১৭ মার্চ।

দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ রানে হারিয়েছে কানাডা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর