প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১৫:৪০
নারী দিবস, সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও অহিংসতা নিয়ে মুখ খুলেছেন রুনা খান। মডেল ও অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন সাহসী নারী। সমাজের প্রচলিত রীতির বিরুদ্ধে নিয়মিত যুদ্ধ করেই টিকে আছেন অভিনেত্রী।
দেশে চলমান সংকট, নারীদের ওপর অত্যাচার এসব নিয়ে আতঙ্কিত তিনি। দেশে নারীর স্বাধীনতার পাশাপাশি পুরুষেরও নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে সম্মান দেখানোর কথা বলছেন তিনি।
সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের দেশে নারীদের প্রতি এতো সহিংস আচরণ, অত্যাচার করা হয়, সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবেই। নারীদের প্রতি এই হিংস্র আচরণ খুব ভয়াবহ ব্যাপার।
একজন নারী হিসেবে দেশে আপনি কতটুকু নিরাপদ বোধ করেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কখনও খুব বেশি নিরাপদ বোধ করি না। কয়েকদিন আগেই আমি কথা প্রসঙ্গে বলছিলাম, একটু রাত হলে এদেশে বাইরে বের হওয়ার জন্য একজন পুরুষের সঙ্গে অন্য কাউকে লাগে না, কিন্তু একজন নারীর বাইরে বের হতে হলে সঙ্গে কাউকে না কাউকে প্রয়োজন। অন্য নারীরা কেমন নিরাপদ বোধ করেন জানি না, অন্তত আমি নিজে নিরাপদ বোধ করিনা।
মন্তব্য করুন: