প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে।
বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের মিথ্যা প্রচার বন্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২ ডিসেম্বর) রংপুর সফরে গিয়ে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জুলাই-অগাস্টে আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন, আমরা তাদেরও আইনের আওতায় আনব।
মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয়, তা নিশ্চিত করতে কমিটি করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন: