রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প
  • একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি
  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জনতার ঢল, ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ

হত্যা মামলার বিষয়ে যা বললেন সাকিব

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া শেয়ারবাজারে কারসাজির দায়ে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে।

বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জাানন, শেষ টি-২০ খেলে ফেলেছেন। অক্টোবরে দেশে এসে আবার নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা পেলে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ করতে চান ওয়ানডে ক্যারিয়ার।

এ সময় তার বিরুদ্ধে হত্যা মামলা ও চাপের মধ্যে খেলায় ফোকাস রাখার প্রসঙ্গে আসলে সাকিব বলেন, ‘ফোকাস রাখা খুবই টাফ। আমি কীভাবে রাখছি আল্লাহই জানে, আমিও জানিনা। যেটা বললেন, একটা কেস (মামলা) হয়েছে, সবারই (মামলা করার) রাইটস আছে। আপনারা জানেন কেমন ধরনের কেস, আমি তখন কোথায় ছিলাম বা আমার কাজ কী ছিল, কী করছিলাম। এসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না।’

সাকিব জানিয়েছেন, তার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ এসেছে এগুলো ভালো দিক বহন করে না, দেশের জন্যও খারাপ। বাইরে এগুলো নিয়ে কথা উঠলে কেউ এটাকে ভালোভাবে নেবে না। তিনি কোন কষ্ট বা অভিমানে অবসর নিচ্ছেন না বলেও উল্লেখ করেন।

সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টি ভক্তরা স্বাভাবিকভাবে নেয়নি। সামাজিক মাধ্যমে এটা নিয়ে অনেকে সমালোচনা করেন। বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রশ্নের জবাবে জানান, মামলা করার অধিকার সকলের আছে। সাকিবের বিরুদ্ধে রাষ্ট্র কোন মামলা করেনি।

তাকে যারা সমর্থন করেছেন তাদের ধন্যবান দিয়েছেন সাকিব, ‘আমি তাদের প্রতি কৃতজ্ঞ (মামলার সময় যারা পাশে দাঁড়িয়েছেন)। তাদের সমর্থন আমাকে অনুপ্রাণিত করে, তাদের সমর্থণের কারণে আমি এতেদূর আসতে পেরেছি। প্রথম দিন থেকে আজ পর্যন্ত একইরকম ফোকাস ছিল। এই টেস্টেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর