প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১
নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ে এই প্রথম কোনো বৈঠক হলো।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এ নিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে নানা টানাপোড়েন চলতে দেখা যায়।
মন্তব্য করুন: