প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫২টি মামলা ও ছয় লাখ ৭৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে ৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৩টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এক লাখ দুই হাজার টাকা।
মন্তব্য করুন: