সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প
  • একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি

বাইডেন ও কমলাকে হত্যার চেষ্টা না হওয়া নিয়ে মন্তব্য, বিতর্কে মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে ইলন মাস্কের করা একটি পোস্টের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাস্কের ওই পোস্টকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

গত রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এ সময় ওই গলফ মাঠে খেলছিলেন। গলফ মাঠের কাছে ঝোপের মধ্যে ছিলেন বন্দুকধারী। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তাঁর বন্দুকের নল দেখতে পান। এরপর তাঁরা গুলি চালালে ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর এক এক্স ব্যবহারকারী তাঁর পোস্টে লেখেন, ‘কেন তারা ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলতে চায়?’

এর জবাবে ধনকুবের ইলন মাস্ক এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘কেউ তো বাইডেন বা কমলাকে হত্যার চেষ্টা করছে না।’

মাস্ক পোস্টটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে এক্স ব্যবহারকারীরা উদ্বেগ জানাতে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে মাস্কের অনুসারীসংখ্যা ২০ কোটি। সে কথা উল্লেখ করে এক্স ব্যবহারকারীরা বলেন, মাস্কের এমন পোস্ট বাইডেন ও হ্যারিসের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিতে পারে।

ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত মাস্ক তাঁর পোস্টের সঙ্গে ভ্রু ওপরে তোলা মুখের একটি ইমোজিও দেন।

গতকাল মাস্কের পোস্টের নিন্দা জানিয়ে হোয়াইট হাউস বলেছে, সহিংসতার বিরুদ্ধে শুধু নিন্দাই জানানো উচিত। কখনোই একে উৎসাহিত করা কিংবা এ নিয়ে হাসিতামাশা করা উচিত নয়। এটি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা কিংবা কোনো ধরনের সহিংসতাকেই কোনো জায়গা দেওয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অন্য উল্লেখযোগ্য কর্মকর্তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বপালন করে গুপ্তচর বিভাগ (সিক্রেট সার্ভিস)। সংস্থাটি বলেছে, মাস্কের পোস্টটি তাদের নজরে এসেছে।

ই–মেইলে পাঠানো এক বিবৃতিতে সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ইলন মাস্ক যে পোস্ট দিয়েছেন, সে সম্পর্কে সিক্রেট সার্ভিস অবগত। নিয়ম অনুসারে, তদন্তের আওতায় থাকা বিষয় নিয়ে আমরা মন্তব্য করি না। আমরা বলতে পারি, আমাদের সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সব হুমকি খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস।’

সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা মাস্কের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, তা সংস্থার মুখপাত্র উল্লেখ করেননি। তবে সিক্রেট সার্ভিসের বক্তব্যের পর মাস্ক তাঁর পোস্টটি মুছে ফেলেন। পরে আরও পোস্ট দিয়ে মাস্ক বোঝানোর চেষ্টা করেন, তিনি আসলে মজা করছিলেন।

পরবর্তী এক্স পোস্টে মাস্ক লিখেছেন, ‘ভালো কথা, আমার একটি শিক্ষা হলো। তা হলো এইমাত্র আমি একটি দলকে যে কথা বললাম এবং তারা হাসল, তার মানে এই নয় যে একই কথা এক্সে পোস্ট দিলে তা অতটা হাস্যরসের খোরাক জোগাবে। লোকজন যদি প্রেক্ষাপট সম্পর্কে না জানে এবং সাদামাটাভাবে তা লেখা হয়, তবে সেসব কৌতুকের মজা কমে যেতে পারে।’

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন কমলা হ্যারিস। গত রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিস দুজনই ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় ট্রাম্প অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর