মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প
  • একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি

কোহলি-রোহিতের কাছে আকুল আবেদন পাকিস্তানের আকমলের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৪, ১৩:৪৮

ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে একটি আকুল আবেদন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। অবসর নেওয়ার আগে অন্তত একবার যেন তারা পাকিস্তানে খেলতে আসেন সেই অনুরোধ জানিয়েছেন তিনি।

কোহলি ও রোহিত টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর এ সিদ্ধান্ত নেন তারা। তবে এখনো ওয়ানডে ও টেস্টে ক্রিকেট খেলছেন দুই ভারতীয়। হয়তো এই দুই ফরম্যাটেও বেশিদিন খেলবেন না ডানহাতি দুই ব্যাটার। তার আগেই ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত ও সাবেক অধিনায়ক কোহলিকে নিজেদের মাটিতে খেলতে দেখতে চায় পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক বছর ধরেই পাকিস্তানের মাটিতে কোনো ক্রিকেট ম্যাচ খেলছে না ভারতীয় ক্রিকেট দল। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তান গিয়ে এশিয়া কাপ খেলেছিল ভারতীয়রা। এরপর ১৬ বছর পেরিয়ে গেলেও পাকিস্তানে খেলতে যায়নি রোহিতরা।

কামরান আকমল বিশ্বাস করেন, রোহিত ও কোহলি ক্রিকেটবিশ্বের অন্যতম বড় দুই তারকা। নিজেদের জার্সি তুলে রাখার আগে একবার তাদের পাকিস্তানের মাটিতে খেলা উচিত।

তিনি বলেন, ‘বিরাট এবং রোহিতের অবসরের আগে পাকিস্তান সফর করা উচিত। এই দুজন বিশ্ব ক্রিকেটের তারকা। ক্রিকেট খেলতে বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। প্রতিটি একক ভক্ত তাদের ভালোবাসে। ব্যাটিং এবং ম্যাচ জেতানো পারফরম্যান্সের কারণে তাদের একটি বিশাল ফ্যানবেস রয়েছে।’

আকমল আরও বলেন, ‘রোহিত বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। বিরাট বিশ্ব ক্রিকেটের রোল মডেল এবং বুমরাহ (জাসপ্রিত বুমরাহ) এই মুহূর্তে বিশ্বের সেরা পেসার। বিরাট, রোহিত এবং বুমরাহের মতো খেলোয়াড়রা পাকিস্তান সফরে গেলে প্রত্যেক ভক্তই আলাদা কিছু অনুভব করবেন। বিরাট যখন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু তখন তার বেশি সমর্থক ছিল না।’

আকমল আশা করছেন, যদি কোহলি পাকিস্তানে খেলতে যান, তাহলে ভক্তদের কাছ থেকে অনেক সমর্থন ও প্রশংসা পাবেন।

তিনি বলেন, ‘বিরাট যদি এখন পাকিস্তানে যায়, তাহলে সে সত্যিই তার জনপ্রিয়তা দেখতে পাবে। পাকিস্তানে সে ভিন্ন ধরনের সমর্থন পাবে। পাকিস্তানে বিরাটের চেয়ে জনপ্রিয় কোনো ক্রিকেটার নেই। বিশ্বের অন্য যেকোনো ক্রিকেটারের চেয়ে তার ফ্যান-ফলোয়ার বেশি। এমনকি নিজেদের ক্রিকেট দলের খেলোয়াড়দের চেয়ে পাকিস্তানি ভক্তরা বিরাট, রোহিত এবং বুমরাহকে বেশি সমর্থন করে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর