মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪, ১০ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প
  • একাত্তরের পুনরাবৃত্তি আমরা জুলাইয়ে দেখেছি

মানুষের জীবন উন্নত করার কথা বললেন কমলা হ্যারিসের রানিং মেট

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১৭:২৯

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট সম্মেলনে বুধবার (২১ আগস্ট) কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ বললেন, তারা সাধারণ মানুষের জীবনকে উন্নত করবেন। তাকে বলা হয় সাধারণ মানুষের প্রতিনিধি। দীর্ঘদিনের ফুটবল কোচ ওয়ালজ ডেমোক্র্যাটদের সম্মেলনে সেই সাধারণ মানুষের কথা বললেন। তিনি দাবি করলেন, ‘আপনাদের জীবন যাতে ভালো হয়, আপনার প্রিয়জনরা যাতে ভালো থাকে, আপনারা যাতে নিজেদের স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন, আমরা তা নিশ্চিত করব।’

ওযালজ এ দিন আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে প্রার্থিপদ গ্রহণ করেন। তিনি বলেছেন, বাচ্চারা যাতে স্কুলে গিয়ে মারা না যায়, তা তিনি দেখবেন। রিপাবলিকানরা যে স্বাধীনতার কথা বলে, সেটা নয়, আমেরিকানদের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করবেন তারা।

ওয়ালজ বলেছেন, ‘আমি জীবনে কখনো এত দীর্ঘ ভাষণ দিইনি।

আমি পেপ টক দিই। আমি একজন কোচ। খেলার শেষভাগ চলছে। এক গোলে হারছি।

আমরা পুরোদস্তুর আক্রমণে গেছি। আমরাই মাঠে রাজত্ব করছি। আমরা যা কিছু করার মাঠে করব।’

 

ট্রাম্পকে আক্রমণ ক্লিন্টনের

এদিকে ডেমোক্র্যাট সম্মেলনে কমলা হ্যারিসের সমর্থনে ও ট্রাম্পের সমালোচনায় মুখর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এই নিয়ে পরপর ১২ বার ডেমোক্র্যাটদের সম্মেলনে বললেন ক্লিনটন।

তিনি বলেছেন, ট্রাম্প স্বার্থপর, নিজেকে ছাড়া আর কিছু ভাবতে পারেন না।

২৭ মিনিটের ভাষণে ক্লিনটন বলেছেন, ‘আমাদের পছন্দ খুব স্পষ্ট, তিনি হলেন কমলা হ্যারিস। তিনি মানুষের পাশে আছেন। আর অন্যদিকে আছেন সেই ব্যক্তি, যিনি আমি, আমাকে, আমার জন্য ছাড়া আর কিছু বোঝেন না।’

ক্লিনটন বলেছেন, ‘হ্যারিসের প্রতিপক্ষ শুধু নিজেকে নিয়েই বলেন। তাই পরেরবার যখন আপনারা তার কথা শুনবেন, তখন তার মিথ্যা কথা দেখবেন না, তিনি কতবার আমি বললেন, সেটা দেখবেন।’

 

ন্যান্সি পেলোসি যা বললেন

এ ছাড়া মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রথম নারী স্পিকার পেলোসি বলেছেন, ‘আধুনিক সময় বাইডেন-হ্যারিস প্রশাসন হলো সবচেয়ে সফল প্রেসিডেন্সির মধ্যে একটি।’

তিনি জানিয়েছেন, ‘আমরা প্রমাণ করতে পেরেছি, ডেমোক্র্যাটরা কাজ করে দেখাতে পারে। আমি কমলা হ্যারিসকে চিনি। আমি জানি, তিনি তার নতুন দায়িত্বকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন।’

 

ট্রাম্পের প্রকাশ্য সভা

অন্যদিকে হত্যাচেষ্টার পর ট্রাম্প প্রথম প্রকাশ্য জনসভা করলেন। নর্থ ক্যারোলাইনায় তিনি বলেছেন, কমলা হ্যারিস হলেন তার দেখা সবচেয়ে কট্টর বামপন্থী মানুষ, যিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন। ট্রাম্পের দাবি, ‘যদি হ্যারিস জেতেন, তাহলে লাখ লাখ চাকরি রাতারাতি শেষ হয়ে যাবে।’

ট্রাম্পের দাবি, ‘হ্যারিস জিতলে আপনাদের যা জমানো অর্থ আছে, সব চলে যাবে। আমি যখন কম্যান্ডার ইন চিফ হই, তখন বিশ্বজুড়ে আমাদের শত্রুরা বুঝে গিয়েছিল, যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নেওয়া যাবে না। কিন্তু নভেম্বরে কমরেড হ্যারিস যদি জেতেন, তাহলে নিশ্চিতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

আগামী ৫ নভেম্বর যে প্রেসিডেন্ট নির্বাচন হবে, তাতে নর্থ ক্যারোলাইনা হলো সুইং স্টেট। এই সুইং স্টেট যার পক্ষে যাবে, তার জেতার সম্ভাবনা তত বেশি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর