প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৪, ১২:৩০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৯ জন কর্মকর্তাকে উপপরিচালক পদ থেকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার (২১ আগস্ট) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. গোলাম ফারুক, ড. মোহাম্মদ জহিরুল হুদা, মো. নাছির উদ্দিন, মো. মিজানুল ইসলাম, মো. রফিকুজ্জামান, মো. মোনায়েম হোসেন, মলয় কুমার সাহা, মো. আব্দুল মাজেদ ও সৈয়দ তাহসিনুল হক। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন: