প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৩:৫৩
লম্বা সময় ধরে ক্রিকেটে নেই তামিম ইকবাল। তিনি আর ক্রিকেটে ফিরবেন কি না সেটা নিয়েও ছিল প্রশ্ন! তবে, সরকার বদলের পর আজ সোমবার (১৯ আগস্ট) মিরপুর শেরেবাংলায় এসেছেন বাঁহাতি এই ওপেনার। একই দিনে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিদর্শনে যাওয়ার কথা তার।
ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ আনুমানিক বেলা ১টার পর বিসিবি পরিদর্শনে যাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।
যাওয়ার কারণ হিসেবে মাহফুজ আলম জানিয়েছেন, বিসিবির ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টার এই সৌজন্য সাক্ষাৎ।
ক্ষমতার পালাবদলে স্থবিরতা নেমেছে ক্রীড়াঙ্গনে। সেই স্থবির হওয়া অঙ্গনে প্রাণ ফেরানোর চেষ্টা করছেন নতুন উপদেষ্টা। সরকার বদলের পরপরই আত্মগোপনে বিসিবির বেশিরভাগ পরিচালক। নেই সভাপতি নাজমুল হাসান পাপনও। সবমিলিয়ে নেতৃত্ব শূন্যতায় ভুগছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা।
মন্তব্য করুন: