প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৪, ১৮:১৭
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নেবেন ফারুক-ই-আজম বীরপ্রতীক।
বঙ্গভবনে বেলা ১১টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করাবেন বলে রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে জানানো হয়েছে।
অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া ফারুক-ই-আজম বীরপ্রতীক যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ গ্রহণ করতে পারেনি। রোববার (১১ আগস্ট) রাতে তিনি দেশে ফেরেন।
ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।
সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। পরে রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন।
১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের কেবল ফারুক-ই-আজমই এখনো শপথ নিতে পারেননি।
মন্তব্য করুন: