প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৪, ১৪:১১
নাম পালটে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোববার (১১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান এই ক্রীড়া উপদেষ্টা।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদলের কাজ চলছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘এরই মধ্যে নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।’
তিনি আরও বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ পাড় করছি। ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির জন্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হুমকির মুখে আছে।’
মন্তব্য করুন: