প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৬:১৩
গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করা হয়েছে। ‘অধিকার ময়মনসিংহ’ নামের একটি সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নূরুল হক বলেন, দ্রুত গুমের শিকার ব্যক্তিদের তাঁদের পরিবারের কাছে ফেরত দিতে হবে। বছরের পর বছর গুমের শিকার ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে তাঁদের পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গুম ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করার এখন সময় এসেছে।
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘একটা স্বৈরাচার সরকার ক্ষমতা আঁকড়ে থাকার জন্য কীভাবে আয়না ঘর তৈরি করেছিল, তা আমরা দেখেছি। এই আয়না ঘর তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’
জ্যেষ্ঠ আইনজীবী এ টি এম মাহবুবুল আলম বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাঁর প্রিয়জনের আশায় এখনো পথ চেয়ে আছেন। দ্রুত গুমের শিকার ফেরত দিতে হবে।
অধ্যাপক আল হেলাল তালুকদার বলেন, দেশের মুক্তিকামী ছাত্র–জনতার এই অর্জন বৃথা যেতে দেওয়া যাবে না। মানবাধিকার লঙ্ঘনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যেন পরবর্তী সময়ে কোনো সরকারের মনে আর স্বৈরাচারী মনোভাব তৈরি না হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবির জেলা সভাপতি এমদাদুল হক (মিল্লাত), সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, আইনজীবী মাখন মল্লিক, শামসুন্নাহার, রেজাউল করিম চৌধুরী, হাবিবুর রহমান, সাজ্জাদুর রহমান আকন্দ, ফখরুল আলম, মানবাধিকারকর্মী গোলাম সারওয়ার প্রমুখ। এ ছাড়া দীর্ঘ ১০ মাস গুমের শিকার ইমাম মেহেদী হাসানও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: