বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন
  • ১০ এসি বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প

টঙ্গীতে রাতভর ডাকাত আতঙ্ক, মসজিদের মাইকে সতর্কতা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১২:২৬

টঙ্গীর বিভিন্ন এলাকায় গভীর রাতে ডাকাত প্রবেশ করেছে জানিয়ে মসজিদের মাইকে সতর্ক করা হয়েছে। স্থানীয় মিলগেট এলাকায় ডাকাতদলের তিন জনকে আটক করেছে এলাকাবাসী। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোররাত ৩টার পর থেকে টঙ্গীর বিভিন্ন এলাকার মসজিদ থেকে ডাকাত এসেছে জানিয়ে কিছুক্ষণ পর পর সতর্কবার্তা প্রচার করা হয়।

এ সময় মানুষ ঘর ছেড়ে রাস্তায় অবস্থান করে।

জানা যায়, ডাকাতদের প্রতিরোধ করতে টঙ্গীর মাছিমপুর, তিলঅরগাতী, দেওড়া, হোসেন মার্কেট, মিলগেট নামা বাজার, আরিচপুর, মধুমিতা, মরকুন, কাঠালদিয়া, গুটিয়া ও আন্দারোলসহ ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন বাসিন্দারা। অনেকে রাস্তায় বেরিয়ে পাহারা দিচ্ছেন। এসব এলাকার একাধিক মসজিদের মাইক থেকে ডাকাত এসেছে জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।

ফলে জানমাল রক্ষায় নগরবাসী দলবেঁধে রাস্তায় রাস্তায় পাহারার দায়িত্ব পালন করে।

মাছিমপুর এলাকার বাসিন্দা পারভেস ঢালী জানান, কো-অপারেটিভ মার্কেট এলাকায় তিনজন ডাকাত আটক হয়েছে। রাব্বি নামে একজন তার মুঠোফোনে আটককৃত তিন ডাকাতের ছবি পাঠিয়েছেন।

রহিম খান নামে একজন বলেন, ডাকাত আতঙ্কে সারারাত রাস্তায় ছিলাম।

কো-অপারেটিভ মার্কেট এলাকায় তিনজন ডাকাত আটক হয়েছে। সবাই রাস্তায় নেমে এসেছে ডাকাতদের প্রতিহত করতে।

তিলারগাতী এলাকার মনির উদ্দিন বলেন, একদল ডাকাত তিলারগাতী এলাকায় একাধিক বাড়িতে প্রবেশ করতে গেলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পালিয়েছে।

এদিকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে টঙ্গীবাসীর। সবার মধ্যেই বিরাজ করছে আতঙ্ক ও উৎকন্ঠা।

একই অবস্থা ছিল জেলার কালিগঞ্জ উপজেলায়। মানুষ ডাকাতের ভয়ে ভোররাত পর্যন্ত নিজের বাড়ি পাহারা দিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর