প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৪, ১৩:৩৮
বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে যে বিমানে ভারতে পৌঁছেছিলেন, মঙ্গলবার (৬ আগস্ট) সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গেছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে বিমানটি গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটি থেকে রওনা দিয়েছে।
তবে বিমানটি কোথায় গেছে, এবং ওই বিমানে শেখ হাসিনা ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানানো হয়েছে।
সোমবার (৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ ছেড়ে ভারতেই পৌঁছেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। তাদেরকে বহনকারী সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে। বিমানটি ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ ও সি-১৩০জে সুপার হারকিউলিস এয়ারক্রাফ্ট হ্যাঙ্গারের কাছে পার্ক করা হয়।
মন্তব্য করুন: