প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১১:৩৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে আন্দোলনকারী ছাত্র-জনতা যান চলাচল বন্ধ করে দিয়েছে।
রোববার (৪ আগস্ট) সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, সাইনবোর্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
তবে কোনো যানবাহন ভাঙচুর কিংবা কোনো প্রতিষ্ঠানে ক্ষতি সাধন করেননি আন্দোলনকারীরা।
সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নেন। পুরো যান চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, মহাসড়ক এখন বন্ধ আছে।
একদফা দাবিতে রোববার (৪ আগস্ট) সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এদিকে ঘোষিত এ কর্মসূচির প্রভাব রাজধানীর সড়কে দেখা গেছে। স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যানবাহন। যানবাহনের মধ্যে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা বেশি দেখা গেছে।
মন্তব্য করুন: