প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৮:১২
বল নিয়ন্ত্রণে এগিয়ে, আক্রমণেও এগিয়ে, কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় মেলেনি গোল। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ফলও আসেনি পক্ষে। আর্জেন্টিনা অলিম্পিকস ফুটবল দলের কোচ হাভিয়ের মাসচেরানোর তাই কষ্ট হচ্ছে হার মেনে নিতে।
বোর্দোয় কোয়ার্টার-ফাইনালে শুক্রবার (২ আগস্ট) স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তাতে ২০০৮ সালের পর অলিম্পিকস ফুটবল ডিসিপ্লিনের পুরুষ বিভাগের সোনার মুকুট ফিরে পাওয়ার আশা গুঁড়িয়ে যায় তাদের।
পঞ্চম মিনিটে পিছিয়ে পড়া আর্জেন্টিনা ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালিয়েছিল। একাধিক সুযোগও কড়া নেড়েছিল দরজায়, কিন্তু তা লুফে নিতে পারেননি এচেভেরি-গন্দুদের কেউ। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় হতাশাও আড়াল করেননি মাসচেরানো।
“এই হার ভীষণ পীড়াদায়ক। এই উত্তাপের মুহূর্তে ম্যাচ নিয়ে কোনো উপসংহারে আসা কঠিন। আমি মনে করি, আমরা কেবল গোলটাই মিস করেছি। সত্যিটা হচ্ছে, সম্ভবত শুরুর ১৫ মিনিট ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল, বিশেষ করে আগেভাগে গোল হজম করে বসা।”
“কিন্তু এরপর দল সাচ্ছ্বন্দ্যবোধ করতে থাকল। স্নায়ুর চাপ সামাল দিলাম আমরা, কিন্তু পরে সবকিছু শেষ হয়ে গেল। আজকের ম্যাচ বুঝে ওঠা কঠিন, যেখানে তারা খুব সামান্য কিছু পেয়েছে (তবে গোল পেয়েছে) এবং আমরা কয়েকটি সুযোগ পেয়েছিলাম সমতা ফেরানোর (কিন্তু পারিনি)।”
ক্যারিয়ারে অনেক সাফল্যের পাশাপাশি হারের তেতো স্বাদও পেয়েছেন মাসচেরানো। আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার তাই ফ্রান্সের বিপক্ষে হার মেনেও নিচ্ছেন স্বভাবসুলভ খেলোয়াড়ী মানসিকতায়।
“আজকে যে অভিজ্ঞতা হলো, অন্তত আমার জন্য নতুন কিছুই নয়। ফুটবলে এসব হয়, যেখানে আপনি জয়ের জন্য সবটুকু নিংড়ে দেবেন-অন্তত না হারার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি-কিন্তু খালি হাতে ফিরতে হচ্ছে আমাদের। ফুটবলে অনেক কিছু হয়, কখনও কখনও এটি ভীষণ সুন্দর এবং কখনও কখনও ভয়ঙ্কর।”
“প্রতিটি ম্যাচই আমরা দাপটের সাথে খেলেছি, এমনটি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটিও। সবগুলো ম্যাচে আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি, কিন্তু ফুটবলে কেবল সুযোগ তৈরির কোনো মানে নেই (কাজে লাগানোই মূল কথা); এটাই বাস্তবতা এবং আমাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।”
মন্তব্য করুন: