প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৪, ১৪:৪৭
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অপেক্ষা করছেন শুভ একটি ক্ষণের জন্য। ব্যস্ত নায়িকা দীপিকা সব কাজ থেকে নিজেকে ছুটি দিয়েছেন। কারণ, আগামী মাসেই পৃথিবীর আলো দেখবে তাদের সন্তান।
ঘরে থাকলেও অভিনেত্রী তার কাজ এবং অনুরাগীদের মিস করছেন। অবসরে থাকলেও সমাজ মাধ্যমে সরব রয়েছেন তিনি। তাইতো সুযোগ পেয়ে লাইভে এসে অনুরাগীদের এক বিশেষ বার্তা দিয়ে গেলেন অভিনেত্রী।
অভিনেত্রীর অনেক ছবিই রয়েছে সুপার হিটের তালিকায়। তবে সম্প্রতি ‘কল্কি ২৮৯৮’ ব্লকবাস্টার হওয়ার পর দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগ পাননি দীপিকা। কারণ, নানাভাবেই নিজের ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ছিলেন তিনি। তাই এবার এক সুযোগে অনুরাগীদের ধন্যবাদ দিয়ে গেলেন, বিনিময়ে চাইলেন ভালোবাসা।
লাইভে ভিডিও বার্তায় দীপিকা বলেন, ‘কল্কিকে ভালোবাসা দেয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আপনাদের এই ভালোবাসার জন্যই কঠোর পরিশ্রম করেছে পুরো টিম। তাই তো ভবিষ্যতের জন্য ভালোবাসা চাই।’
প্রায় ২০০ কোটি রুপি ব্যয়ে বিগ বাজেটের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-তে দীপিকা পাড়ুকোন ও প্রভাস ছাড়াও অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানির মতো তারকারা। তাছাড়া ‘কল্কি’ ছবিতে ম্রুণাল ঠাকুর, বিজয় দেবারাকোন্ডা, দুলকর সালমান, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে ক্যামিও হিসেবে দেখা গেছে।
মন্তব্য করুন: