বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন

নরসিংদী কারাগার থেকে পালানো দুই জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৬:১৬

নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া দুজন নারী জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ থেকে জানানো হয়েছে, শুক্রবার নরসিংদী কারাগারে হামলার পর যে আটশর বেশি বন্দি পালিয়ে যায়, তাদের মধ্যে কয়েকজন জঙ্গি ছিলেন।

তাদের মধ্যে দুজন নারী জঙ্গিকে গ্রেফতার করেছে ঢাকার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

এদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে নরসিংদী জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মো. কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাদের বরখাস্ত করেছে।

কারাগারে বন্দি পলায়ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নরসিংদী কারাগারে ৮২৬ বন্দির মধ্যে ২ নারী জঙ্গিসহ ৯ ভয়ংকর জঙ্গি ছিল। তারা এই জঙ্গিদের পালানোর পথ করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, দেশ অচল করে দেওয়া। এ দেশের মানুষ আজ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। সেটাকে শেষ করে দিতেই এই ধ্বংসযজ্ঞ। তাদের বিরুদ্ধে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারে হামলার ঘাটনায় কারও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখতে ২টি তদন্ত কমিটি করা হয়েছে। কারও গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। লুট হওয়া অস্ত্রের মধ্যে ইতোমধ্যে ৩৩টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর