বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে না, বললেন এমবাপ্পে

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪, ১৫:৫৩

রিয়াল মাদ্রিদের বৃহস্পতি এখন তুঙ্গে। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের সঙ্গে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। গতকাল এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালারিভর্তি সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল। এমবাপ্পে এ আনুষ্ঠানিকতা শেষে রিয়ালের খেলোয়াড় হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মাদ্রিদের ক্লাবটির স্কোয়াড থেকেও একজন তাঁকে এই ক্লাবে যোগদানের অনুরোধ জানিয়ে খুদে বার্তা পাঠিয়েছেন।

কে? ভিনিসিয়ুস জুনিয়র! গতকাল সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে নিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ভিনি আমাকে অনেক খুদে বার্তা পাঠিয়ে বলেছে, “চলে আসো, আমরা আক্রমণভাগে একসঙ্গে খেলব। তবে রিয়াল মাদ্রিদ যে বিশ্বের সেরা ক্লাব, সেটি আমার খেলোয়াড়দের বলে দিতে হবে না। যদিও খেলোয়াড়েরা আমাকে চায়, এটা জেনে ভালো লেগেছে।’

এমবাপ্পে রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগে গুঞ্জন উঠেছিল, দলটির আক্রমণভাগে তাহলে ফরাসি তারকাকে কোন পজিশনে খেলানো হবে? সাধারণত রিয়ালের বাঁ উইংয়ে খেলেন ভিনিসিয়ুস এবং এই পজিশনে তিনি কয়েক মৌসুম ধরেই দুর্দান্ত। ডান উইংয়ে রদ্রিগোকে রেখে তাদের পেছনে বেলিংহামকে খেলান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে এমবাপ্পেও পিএসজির হয়ে গত মৌসুমে ভিনিসিয়ুসের পজিশেনই খেলেছেন। সে কারণেই প্রশ্নটি এখনো উঠছে।

৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে এমবাপ্পের কাছে জানতে চাওয়া হয়েছিল রিয়ালে কোন পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? ফরাসি তারকা বলেছেন, ‘কোচ যেখানে খেলাতে চান আমি সেখানেই খেলব। প্যারিসে আমি আক্রমণভাগে তিনটি পজিশনে খেলেছি, সেটা মোনাকো ও ফ্রান্সের হয়েও। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শারীরিকভাবে ফিট থাকা। পজিশনটা কোনো বিতর্কের বিষয় নয়, এটা একটি অংশ। আমি খেলতে চাই, কিন্তু কোথায় খেলব সেটি কোচের সিদ্ধান্ত।’

ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে সমস্যা হবে না জানিয়ে এমবাপ্পে বলেছেন, ‘ভিনিসিয়ুস অনন্য খেলোয়াড়। সে, রদ্রিগো এবং বাকিদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। গ্রেট খেলোয়াড়দের একসঙ্গে খেলতে হবে। ভিনিসিয়ুসের সঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না। সে নিখুঁত একটি মৌসুম কাটিয়েছে এবং মানিয়ে নেওয়ার দায়িত্বটা আমার।’

গত মৌসুমে রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে ২৪ গোল করে দারুণ অবদান রাখেন ভিনিসিয়ুস। তাঁর চেয়ে বেশি গোল করতে পারেননি রিয়ালের কোনো খেলোয়াড়। এমবাপ্পে গতকাল আনুষ্ঠানিকভাবে রিয়ালে যোগ দেওয়ার পর তাঁকে একটু অন্য রকমভাবে বরণও করে নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়ার একটি ছবি পোস্ট করা হয় ক্লাবটির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে।

ভিনি পোস্টটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘১, ২, ৩...আলা মাদ্রিদ।’ এমবাপ্পে গতকাল বার্নাব্যুর মঞ্চে দাঁড়িয়ে সমর্থকদের প্রতি ঠিক এ কথাই বলেছেন। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর একই কথা বলেছিলেন সমর্থকদের প্রতি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর