প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৭:৫২
গত ১২ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। বছরের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল এই বিয়েতে হাজির ছিলেন গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড তো ছিলই, হাজির ছিলেন হলিউডের অনেক তারকা। আলোচিত এই বিয়েতে নিজের বোনকে নিয়ে মুম্বাই এসেছিলেন হলিউড তারকা কিম।
দুই বোনই তাঁদের নিজেদের ইনস্টাগ্রামে এদেশে ভ্রমণের নানান মুহূর্তের ছবি পোস্ট করেছেন। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ (বিবাহ অনুষ্ঠান) এবং শুভ আশীর্বাদ (আশীর্বাদ অনুষ্ঠান) উপস্থিত ছিলেন কিম ও ক্লোয়ি।
তবে রিসেপশন বা মঙ্গল উৎসবে অবশ্য তাদের দেখা যায়নি। বিয়ের পর্ব মিটতেই মুম্বাইয়ের ইসকন মন্দিরে পৌঁছে গেলেন কিম ও ক্লোয়ি।
এবার আর খোলামেলা শরীরে নয়, পাশ্চাত্যের পোশাক পরলেও রঙিন ওড়না দিয়ে শরীর ঢেকেছিলেন কার্দাশিয়ান সিস্টার। কিমের গায়ে কমলা পোশাকের সঙ্গে মিলিয়ে ছিল কমলা ও গোলাপি ওড়না। পোশাকের সঙ্গে মিলিয়ে চুলে খোঁপা করে নিয়ে তাতে ফুল লাগিয়েছিলেন। আর ক্লোয়ি সাদা গাউনের সঙ্গে সাদা ও নীলাভ ওড়না পরেছিলেন।
ইসকন মন্দিরে গিয়ে নিজের হাতে শিশুদের খাবার পরিবেশন করেন কিম ও ক্লোয়ি। হাঁটু গেড়ে বসে বাচ্চাদের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা যায় কিমকে। ব্রিটিশ লাইফ কোচ ও ইসকনের অনুগামী জে শেঠির সঙ্গেও আড্ডা দিতে দেখা গেল কার্দাশিয়ান বোনেদের।
এদিকে বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে শহর জুড়ে রিকশা ভ্রমণও করেছিলেন কিম ও ক্লোয়ি। দুজনের সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
আম্বানিদের অনুষ্ঠানে কিম ও ক্লোয়ি কার্দাশিয়ানের পোশাক ডিজাইন করেন মণীশ মালহোত্রা। কার্দাশিয়ান সিস্টাররা মণীশের ডিজাইনের প্রশংসা করলেও ক্লোয়ি মণীশকে ‘লোকাল ডিজাইনার’-এর তকমা দিয়ে বসেন। আর তাতে ভারতীয় ভক্তরা বেশ রেগেও যান। যদিও পরে এই ভুল শুধরে নিজের অপর এক ইনস্টাস্টোরিতে মণীশ মালহোত্রাকে বিশ্বখ্যাত বলে অভিহিত করেন ক্লোয়ি। আম্বানির বিয়ের পাট চুকিয়ে কিম ইতালিতে রওয়ানা হন যেখানে তাকে তার বন্ধুদের সাথে পার্টি করতে দেখা গেছে এবং এমনকি ফ্লোরেন্সের একটি ফ্যাশন শোতেও দেখা গেছে।
মন্তব্য করুন: