বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন

গ্যাস সরবরাহ এ সপ্তাহে বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৪, ১৩:০৯

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ আছে দেড় মাসের বেশি সময় ধরে। সিঙ্গাপুর থেকে মেরামত শেষে দেশে ফেরার পর গ্যাস সরবরাহ চালুর আগেই আবার দুর্ঘটনায় পড়েছে সামিটের টার্মিনাল।

১৫ জুলাইয়ের (আজ) পর সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে ৪ জুলাই সাংবাদিকদের জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ১০ জুলাই সামিটের টার্মিনালটি বঙ্গোপসাগরে মহেশখালীর কাছাকাছি এলাকায় পৌঁছায়। এরপর গ্যাস সরবরাহ শুরুর প্রস্তুতি নিতে থাকে। এর মধ্যেই টার্মিনালের মেসেঞ্জার লাইনে জটলা বাধে। এখন এটি মেরামতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষ দল আনা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মেসেঞ্জার লাইনটি সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারের পাশাপাশি বিষয়টি নিয়ে অধিকতর পর্যবেক্ষণের জন্য গভীর সমুদ্রে ডুব দিতে পারদর্শী এমন ডুবুরি ও ডাইভিং সাপোর্ট ভেসেল (ডিএসভি) প্রয়োজন।

গতকাল রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে সামিট জানিয়েছে, ১১ জুলাই সমুদ্রের তলদেশে ডিসকানেক্টেবল টারেট মুরিং (ডিটিএম) প্লাগ ও ল্যান্ডিং প্যাডের সঙ্গে টার্মিনালটি নোঙর করার প্রস্তুতির সময় আকস্মিকভাবে ডিটিএম বয়া মেসেঞ্জার লাইনে জটলা বাধে, এতে লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ডুবুরিরা এ জটলা খুঁজে পান।

ক্ষতিগ্রস্ত মেসেঞ্জার লাইনটি সমুদ্রের তলদেশ থেকে উদ্ধারের পাশাপাশি বিষয়টি নিয়ে অধিকতর পর্যবেক্ষণের জন্য গভীর সমুদ্রে ডুব দিতে পারদর্শী এমন ডুবুরি ও ডাইভিং সাপোর্ট ভেসেল (ডিএসভি) প্রয়োজন। সিঙ্গাপুরভিত্তিক এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ডুবুরি দল আগামী সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে বলে আশা করছে সামিট।

সামিট বলছে, ঘূর্ণিঝড় রিমালের সময় শত শত টন ওজনের ভাঙা একটি ইস্পাত কাঠামো সামিট এলএনজি টার্মিনালকে আঘাত করে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ের মধ্যেও সংশ্লিষ্ট সবার সহায়তা ও অক্লান্ত পরিশ্রমের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করতে পারছে না সামিট। তারা বলছে, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত লাইনটি মেরামত করার পর পুনরায় গ্যাস সরবরাহের সময় জানানো হবে।

সামিট বলছে, ঘূর্ণিঝড় রিমালের সময় শত শত টন ওজনের ভাঙা একটি ইস্পাত কাঠামো সামিট এলএনজি টার্মিনালকে আঘাত করে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ঝড়ের মধ্যেও সংশ্লিষ্ট সবার সহায়তা ও অক্লান্ত পরিশ্রমের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর