বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’
  • নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারী কমিশন

পরীমণির চোখে শাকিব ‘আম’, রাজ ‘করলা’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৭:২৪

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরীমণি। বছর জুড়েই নানান বিষয়ে থাকেন আলোচনায়। তবে শত আলোচনা ও সমালোচনা দমিয়ে রাখতে পারেনি তাকে। বরাবরই নিজের চিরচেনা ছন্দে থাকেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরী। সেখানে ঢাকাই সিনেমার কয়েকজন নায়ককে ফল বা সবজির সঙ্গে তুলনা করেন এ অভিনেত্রী। মূলত, সঞ্চালক কাজটি করতে বলেন। তারই পরিপ্রেক্ষিতে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানকে ‘আম’, প্রাক্তন স্বামী শরিফুল রাজকে ‘করলা’ ও জায়েদ খানকে ‘বেল’ এর সঙ্গে তুলনা করেন পরীমণি।

অনুষ্ঠানে পরীকে উদ্দেশ্য করে সঞ্চালক বলেন, আমি তোমাকে কয়েকজন নায়ক-নায়িকার নাম বলব, তাদেরকে তুমি বিভিন্ন সবজি বা ফলের সঙ্গে তুলনা করবে।’ সঞ্চালকের এ প্রস্তাব পাওয়ার পর পরীমণি বলেন, ‘সবজি! না না।’ এরপর দ্বিতীয় অপশন ফল বেছে নেন পরী। তারপর সঞ্চালক শাকিব খানের নাম বলেন।

জবাবে পরীমণি বলেন, ‘আম, ফজলি আম।’ এরপর চিত্রনায়ক ফেরদৌসের নাম বলেন। তা শুনেই পরী বলেন, ‘কী অদ্ভুত!’ কয়েক সেকেন্ড সময় নিয়ে এ নায়িকা বলেন, ‘তরমুজ’।

চিত্রনায়ক সিয়াম আহমেদেকে ‘মাল্টা’ ও আরিফিন শুভকে ‘তাল’, চিত্রনায়ক সায়মন সাদিককে ‘শসা’র সঙ্গে তুলনা করেন অভিনেত্রী। আলোচিত নায়ক জায়েদ খানকে বেলের সঙ্গে এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে ‘আমড়া’র সঙ্গে তুলনা করেন পরী।

এরপরই পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের নাম আসে। নামটি শুনে মুচকি হাসেন পরীমণি। খানিকক্ষণ চুপ থেকে বলেন, ফল তো আর নাই। ফল শেষ হয়ে গেছে না? ফলের সিজন শেষ হয়ে গেছে। এ কথা বলেই হাসতে থাকেন পরীমণি। এ সময় সঞ্চালক বলেন, এখনো সবজি আছে। যেমন ঢেরস-করলা। সঞ্চালক বলেন, তাহলে রাজের কোন উত্তরটা নেব? করলা নেব? এতে মৌন সম্মতি দেন পরীমণি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর