প্রকাশিত:
৬ জুলাই ২০২৪, ১৬:৫২
মৌরিতানিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর অন্তত ৮৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ও দেশটির মৎসজীবী সমিতির প্রধান এমনটি জানিয়েছেন বলে খবর রয়টার্সের।
স্পেনে পৌঁছতে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা সাধারণত পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক মহাসাগরের জলপথ পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করে। বিশ্বের যে জলপথগুলোতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনার ঘটে এটি তার একটি। এখানে গ্রীষ্মকালই সবচেয়ে ব্যস্ত সময়।
মৌরিতানিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, দেশটির কোস্টগার্ড সাগর থেকে ৮৯ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে। ইউরোপের উদ্দেশ্যে রওনা হওয়া একটি নৌকার যাত্রী ছিল তারা। ওই নৌকায় ১৭০ জন আরোহী ছিল।
ওই নৌকার আরোহীদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু বালিকাসহ নয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনার বিষয়ে মৌরিতানিয়ার কর্তৃপক্ষের কোনো মন্তব্য জানতে পারেনি রয়টার্স।
দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগোর মৎসজীবী সমিতির সভাপতি ইয়ালি ফল শুক্রবার জানিয়েছেন, মৃতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে আর স্থানীয়রা উপকূল থেকে উদ্ধার করে নিয়ে আসা মৃতদেহগুলো সোমবার থেকেই দাফন করা শুরু করে।
“তিন দিন ধরে যার মৃতদেহই পেয়েছি, আমরা দাফন করেছি,” বলেছেন তিনি।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে নজিরবিহীনভাবে প্রায় পাঁচ হাজার অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জুনে জানিয়েছে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা গোষ্ঠী ওয়াকিং বর্ডারস।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম পাঁচ মাসে ক্যানারি দ্বীপপুঞ্জে হাজির হওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যা পাঁচগুণ বেড়ে ১৬৫০০ ছাড়িয়ে গেছে।
মন্তব্য করুন: