বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’

জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৪ জুলাই ২০২৪, ১৫:৩৬

তিন-চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আর ১৫ জুলাইয়ের পর গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন হবে বলে আশা তাঁর। একই সঙ্গে তিনি বলেন, চলতি জুলাইয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বিদ্যুৎ বিভাগের সম্মেলনকক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিদ্যুৎ উৎপাদন খাতে সরকার প্রায় ৫০ শতাংশ ভর্তুকি দিচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ধীরে ধীরে ভর্তুকি থেকে বের হয়ে আসতে হবে। ডলারের দাম ৭৯ টাকা ধরে বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। এখন ডলালের দাম বেড়ে হয়েছে ১১৭ টাকা। এ ছাড়া এ খাতের অন্যান্য সব জিনিসের দাম বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেড়ে গেছে।

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, চলতি জুলাই মাসেই নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করতে যাচ্ছে সরকার। কেন্দ্রটি থেকে ২০ বছর একই দরে বিদ্যুৎ পাওয়া যাবে।

গত ১১ জুন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নেপাল থেকে বিদ্যুৎ আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। নেপাল থেকে আসবে জলবিদ্যুৎ, যা মূলত বর্ষা মৌসুমে আসবে। আর শীতের সময় পানি শুকিয়ে যায়। সে কারণে জলবিদ্যুতের উৎপাদন কোথাও কমে যায়, কোথাও বন্ধ হয়ে যায়।

গ্যাস ও কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম স্থিতিশীল নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কয়লা ও গ্যাসের দাম ওঠা-নামার সঙ্গে সঙ্গে বিদ্যুতের দাম কমবেশি হয়। যে গ্যাস একসময় ৭ ডলারে কেনা গেছে, একই পরিমাণ গ্যাস ৬৭ ডলার দিয়ে কিনতে হয়েছে। এতে পেট্রোবাংলার ৩৫ হাজার কোটি টাকা বেশি খরচ হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর