প্রকাশিত:
২৯ জুন ২০২৪, ১১:৪৬
আগামী ২৪ অক্টোবর প্যারিসে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। চূড়ান্ত ঘোষণার আগে অবশ্য নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে এই পুরস্কারকে ঘিরে। কে হচ্ছেন এবারের বিজয়ী? এরই মধ্যে বর্তমান-সাবেক অনেক তারকা নিজেদের পছন্দের সেরা তারকা বেছে নিয়েছেন। সে ধারায় এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের পছন্দের চার খেলোয়াড়ের কথা জানালেন নেইমার।
ক্লাব ফুটবল শেষে খেলোয়াড়রা ব্যস্ত ইউরো ও কোপা আমেরিকার লড়াইয়ে। এরই মধ্যে ক্লাব ফুটবল দিয়ে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ওপরের দিকে উঠে এসেছে ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপ্পের নাম। তবে ইউরো ও কোপা আমেরিকার পারফরম্যান্স দিয়ে চুড়ান্ত হবে বিজয়ীর নাম।
ব্যালন ডি’অর জয়ে ফেবারিট কারা, ব্রাজিলিয়ান সাংবাদিক ইসাবেলা পাগলিয়ারি নেইমারের কাছে জানতে চাইলে নিজের পছন্দের চার খেলোয়াড়ের কথা জানান নেইমার।
তার মতে,‘ভিনিসিয়ুস থাকবে প্রথমে, এরপর রদ্রিগো ও বেলিংহাম যৌথভাবে থাকবে দুইয়ে। আর এমবাপ্পে তৃতীয় স্থানের জন্য লড়াই করবে।’
মন্তব্য করুন: