প্রকাশিত:
২৭ জুন ২০২৪, ১৬:১৪
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে অভিনয়ের থেকে নিজের ব্যবসায় বেশি সময় ব্যয় করছেন। এরমধ্যে নেটদুনিয়ায় গুঞ্জন উঠেছে নতুন একটি গাড়ি কিনেছেন অপু। তবে অনেকে বলছেন হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের ৪২-৪৫ লাখ টাকার গাড়িটি নায়িকাকে শাকিব খান উপহার দিয়েছেন।
সংবাদমাধ্যম অনুযায়ী, হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন। সেখানে গাড়ির সঙ্গে নায়িকার দাঁড়িয়ে থাকা একটি ছবি প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে চাননি কেউ। অপু বিশ্বাস কবে গাড়িটি ক্রয় করেছেন, সে বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে নেটিজেনরা কেউ কেউ বলছেন অপুকে শাকিব খান গাড়িটি উপহার দিয়েছেন। যদিও এ কথার ভিত্তি নেই, তবু শাকিবের নাম উঠে আসছে।
অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
অপু বিশ্বাসকে সবশেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সায়মন সাদিক।
মন্তব্য করুন: