শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’

জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড, একজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১৭:০৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলের ড্রামবাহী ট্রলারে বিকট শব্দে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ এক ট্রলারের শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অগ্নিদগ্ধ আরও এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৬ জুন) বেলা দেড়টায় বুড়িগঙ্গা নদীতে মেঘনা ডিপোর জেটি–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আশপাশের মানুষের সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ দুপুরে সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত মেঘনা ডিপো থেকে ড্রামে জ্বালানি তেল ভরে তা একটি ট্রলার ওঠাচ্ছিলেন শ্রমিকেরা। ডিপো থেকে ৮৬ ড্রাম পেট্রল ও ৬৮ ড্রাম ডিজেল ট্রলারে তোলা হয়। জ্বালানি তেলবাহী ড্রাম তোলার পর ট্রলারটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর ট্রলারে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ৩০ থেকে ৪০ ফুট ওপরে উঠে যায়।

এ সময় আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডেে একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলারে থাকা আরও তিনজন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

ডিপো সূত্রে জানা গেছে, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রল ও ৬৮ ড্রাম ডিজেল ছিল। আগুনে ট্রলারে থাকা জ্বালানি তেলের সব কটি ড্রাম পুড়ে গেছে। ট্রলারে করে জ্বালানি তেল নিয়ে ভোলার মনপুরা যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, ওই ট্রলারের এক অগ্নিদগ্ধ শ্রমিকের লাশ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুনে ট্রলারটি উত্তপ্ত হয়ে আছে। প্লাস্টিকের ড্রামগুলো পুড়ে ফুলে গেছে। সেখানে আবার আগুন ধরছে। আগুনে নেভানো শেষে তল্লাশি চালানো হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আযম বলেন, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আর একজনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম জানান, ট্রলারটিতে ডিজেল ও পেট্রলে ড্রাম ছিল। ট্রলারটি নারায়ণগঞ্জ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর