শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে
  • ৬ কমিশনের প্রধানদের নিয়ে হবে ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’

বগুড়া

ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১৭:৩৭

বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লক্ষাধিক টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।

আজ মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদিঘী উপজেলার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) ও সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল (৩২)।

পুলিশ সুপার বলেন, গত পাঁচদিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া টাকার মধ্যে নগদ টাকা সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়। জাহিদুলের হেফাজত থেকে চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় বেসরকারি একটি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে।

পুলিশ সুপার বলেন, ১৩ জুন রাতে ওই ঘটনায় বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদেরকে সনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, ব্যাংকে চুরির মুল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণখান থেকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, একমাস আগে ব্যাংকের ওই উপশাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতরে ও বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়। রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে পাহারায় থাকে। এরপর ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল ও বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে।

ওই ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলে ভরে নিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সাথে পাঁচজন জড়িত ছিল। তারমধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনও পলাতক।

গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর