প্রকাশিত:
২৫ জুন ২০২৪, ১৩:২৪
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় আল শাতি ক্যাম্পে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এ ঘটনায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইলি হানিয়ার বোনসহ পরিবারের ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়াহ পরিবারের সদস্য। তবে এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরাইলি বাহিনীর হামলায় তিন সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। এর আগে, গত বছর ১৬ নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরিতে।
গাজায় ইসরাইলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিকেও হতে হয়েছে ইসরাইলি সেনাদের হামলার শিকার।
রোববার (২৩ জুন) ফের ত্রাণসরবরাহে ব্যবহৃত ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ত্রাণবাহী ট্রাকের নিরাপত্তায় থাকা এক ব্যক্তিসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরুর পর অন্তত ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন।
সোমবার (২৪ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়। সংস্থাটি জানায়, ইসরাইলি হামলার শিকার এই শিশুদের কেউ উধাও হয়েছে, আটক হয়েছে, ভাঙা পাথরের নিচে চাপা পড়েছে কিংবা গণকবর দেয়া হয়েছে।
মন্তব্য করুন: