বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৮শে ফাল্গুন ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা-জয়-রেহানার ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে
  • আইনশৃঙ্খলার অবনতি যারা ঘটাচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না
  • ১৫ দিনের মধ্যে তদন্ত, ৯০ দিনে ধর্ষণের বিচার করতে হবে
  • পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে
  • ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া ও যাত্রীবহন করলে কঠোর ব্যবস্থা
  • প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ
  • হাসিনা, তার পরিবারের সদস্য ও সকল সহযোগীর বিচার হবে
  • ইসির অধীনে এনআইডি সেবা না রাখার প্রস্তাব
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, যে জবাব দিলেন ড. ইউনূস

অবৈধ ভবনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৪, ১৩:০৭

বেআইনিভাবে তৈরি আবাসনে বসবাসকারী প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাবে কুয়েত। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকার। দ্য সিয়াসাত ডেইলির প্রতিবেদনে গতকাল শুক্রবার (২১জুন) এই এই খবর বলা হয়েছে। আইন মেনে আবাসন তৈরি এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কুয়েত সরকারের এই পদক্ষেপটি নিয়েছে।

গাল্ফ নিউজ এর প্রতিবেদনেও বলা হয়েছে, আইনি মানদণ্ড পূরণ করে না, এমন আবাসনে বহু প্রবাসী বাস করেন। তিন থেকে চার দিনের মধ্যে তাদের নিজ দেশে পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

আরব টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, অবৈধভাবে বসবাসকারী শ্রমিকদের জন্য নতুন কোনো আশ্রয়কেন্দ্র তৈরি করবে না কুয়েত সরকার। বর্তমান আবাসন অবকাঠামোগুলোই যথেষ্ট বলে মনে করছে দেশটির সরকার।

গত ১২ জুন বুধবার কুয়েতের মাঙ্গাফ শহরের একটি শ্রমিক ভবনে আগুনের ঘটনায় কমপক্ষে ৪৫ ভারতীর মৃত্যু হয়। তামিলনাড়ুর সাতজন, অন্ধ্রপ্রদেশের তিনজন, বিহার, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ থেকে একজন করে এবং কেরালার ২৩ জনের মৃত্যু হয়েছে।

সাত তলা ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছিল। মোট ৫০ জন প্রবাসীর মৃত্যু হয় এ ঘটনায়।

আহত হন প্রায় অর্ধশত। ওই আবাসিক ভবন আইন লঙ্ঘন করে অত্যন্ত অনিরাপদভাবে শ্রমিকদের থাকার জন্য ভবনটি নির্মাণ করা হয়েছিল। সেখানে কম খরচে ১৯৬ প্রবাসী শ্রমিক থাকতেন। ভারত ছাড়াও নিহতদের মধ্যে অন্যদেশের শ্রমিকও রয়েছেন।

আল-মাঙ্গাফের অগ্নিকাণ্ডের পরের পরিস্থিতি মোকাবেলা এবং দেশে আবাসনের মান বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এই নতুন ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

সরকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে অবিলম্বে ক্ষতিপূরণ প্রদান এবং আবাসন আইন লঙ্ঘন ঠেকাতে কার্যকর সমাধান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর