শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে

ব্লিঙ্কেনকে যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে চাপ দিতে বলল হামাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুন ২০২৪, ১৩:০৫

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে বলেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার (১৩ জুন) এক বিবৃতিতে হামাস এ কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চালাতে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

হামাস তাদের বিবৃতিতে বলেছে, ‘অ্যান্টনি ব্লিঙ্কেন ক্রমাগত ইসরায়েলের সর্বশেষ (যুদ্ধবিরতি) প্রস্তাব গ্রহণ করার বিষয়ে কথা বলে যাচ্ছেন। কিন্তু আমরা এখনো এ বিষয়ে ইসরায়েলি কোনো কর্মকর্তাকে কথা বলতে শুনিনি।’

হামাস ওই বিবৃতিতে ব্লিঙ্কেনকে ইসরায়েলের ওপর সরাসরি চাপ দিতে বলেছে।

গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গাজা যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন। ওই প্রস্তাবের ওপর গত মঙ্গলবার (১১ জুন) প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, তাদের ‘ইতিবাচক’ সাড়া এ উপত্যকায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছার ‘পথ সুপ্রশস্ত’ করেছে। তবে তারা চায় এমন এক যুদ্ধবিরতি, যার মধ্য দিয়ে গাজা যুদ্ধের স্থায়ী অবসান ঘটবে।

হামাসের এই সাড়ার প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, এই সাড়া প্রস্তাবটি প্রত্যাখ্যান করারই শামিল।

তবে তেল আবিবে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গত মঙ্গলবার (১১ জুন) সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, হামাসের এ বক্তব্য ‘আশার চিহ্ন’।

ব্লিঙ্কেন আরও বলেন, ‘আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, গাজা থেকে ও হামাসের নেতৃবৃন্দের কাছ থেকে এই বক্তব্য এসেছে। প্রস্তাবের ওপর তাঁদের এমন আনুষ্ঠানিক বক্তব্য আমরা আগে পাইনি।’

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রায় সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪টি। বিপক্ষে কোনো ভোট না পড়লেও মার্কিন-সমর্থিত প্রস্তাবটি নিয়ে রাশিয়া ভোটদানে বিরত ছিল।

এদিকে এই প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও গাজায়, বিশেষ করে এর কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিদিনই ঘটছে ব্যাপক প্রাণহানি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর