শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে

জেলেনস্কিকে বয়কট করলেন জার্মানির চরমপন্থিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৬:০০

জার্মান সংসদে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণ বর্জন করলো চরম দক্ষিণ ও বামপন্থিরা। তবে মূল স্রোতের দলগুলি তার প্রতি জোরালো সমর্থন দেখিয়েছে। জার্মানির সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখতে এবং রাশিয়ার উপর চাপ আরো বাড়াতে চলতি সপ্তাহে ইউরোপে সক্রিয় রয়েছেন প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি। প্রথমে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য পশ্চিমা নেতার সঙ্গে মিলিত হন তিনি। তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট ও সে দেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ইউক্রেনের জন্য আরো সামরিক সহায়তার অঙ্গীকার পেলেন জেলেনস্কি। মঙ্গলবার (১১ জুন) বার্লিনে জার্মান সংসদে ভাষণে জার্মানির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সমবেত সংসদ সদস্যরা ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণের পর উঠে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে করতালির মাধ্যমে তাকে সম্মান জানিয়েছেন। তবে রাশিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত চরম দক্ষিণপন্থি এএফডি ও চরম বামপন্থি বিএসডাব্লিউ দলের সদস্যরা সেই ভাষণ বর্জন করায় গোটা অনুষ্ঠানের ছন্দ কিছুটা কেটে গিয়েছিল। উল্লেখ্য, সদ্য সমাপ্ত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে এই দুই দল অত্যন্ত ভালো ফল করেছে। জেলেনস্কি রাশিয়ার প্রচারণা সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেন, ব়্যাডিকাল রুশপন্থি পপুলিস্ট বাচন জার্মানির মতো দেশের জন্যও বিপদজ্জনক হতে পারে। ইউরোপ জুড়ে চরম দক্ষিণপন্থি পপুলিস্ট দলগুলির উত্থানের ফলে ইউক্রেনের জন্য সহায়তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা যাচ্ছে।

ইউরোপে ইউক্রেনের সবচেয়ে বড় মদতকারী দেশের নেতা হিসেবে চ্যান্সেলর ওলাফ শলৎস জেলেনস্কিকে ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দিয়েছেন। ইটালিতে আসন্ন জি-সেভেন শীর্ষ সম্মেলন ও সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনেও সে দেশের প্রতি জোরালো সমর্থন দিতে বদ্ধপরিকর জার্মানি। আগামী কয়েক দিনেও জেলেনস্কি একাধিক শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনের জন্য আরো সহায়তা ও সমর্থন আদায় করতে চান।

বার্লিনে ইউক্রেন সংক্রান্ত দুই দিনের এক সম্মেলনেও বক্তব্য রাখেন শলৎস ও জেলেনস্কি। শুধু রাষ্ট্রীয় সাহায্য নয়, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনের জন্য বেসরকারি বিনিয়োগ অপরিহার্য বলে দুই নেতা মনে করেন। আপাতত ইউরোপীয় ইউনিয়নের এক তহবিলের মাধ্যমে বেসরকারি কোম্পানিগুলি ইউক্রেনে বিনিয়োগের গ্যারেন্টি পেতে পারে। চলমান যুদ্ধ সত্ত্বেও ইউক্রেনকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরেন জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর মনে করিয়ে দেন, যে ইইউ-র ভবিষ্যৎ সদস্য দেশ হিসেবে ইউক্রেনে বিনিয়োগের সুফল পাওয়া যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর