শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সচিবালয়ে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • আন্দোলনে নামলেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
  • বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বেশি দূষণ যেসব এলাকায়
  • পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে
  • দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি
  • সাগরে নিম্নচাপ, দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু
  • ড. ইউনূস আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন আজ
  • ২৬ শতাংশ রেমিট্যান্স বেড়েছে হাসিনার পতনের পর
  • পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রায় ঘোষণা চলছে

পরীমণি'র কাছে অপদস্থ, আজও ভোলেননি তিশা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৩:২০

বছরখানে আগে সমালোচিত - বিতর্কিত চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে মডেল - অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয়। তখন ওই পুরো ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কীভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে, ওই বিষয়ে নীরব ছিলেন রাজ। তবে অনেকেই দাবি করেন, রাজের সাবেক স্ত্রী পরীমণি'র হাত ছিল এসবের পেছনে। তিনিই হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন।

এরপর জানা যায়, ওই ঘটনার রেশ ধরে পরীমণি ও তানজিন তিশা'র সম্পর্কে অবনতি ঘটে। দু'জনের মধ্যে কথা বলা এমনকী মুখ দেখাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত ফ্যাশন শো'তে একত্রিত হয়েছিলেন এই দুই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তারা দুজনেই হেঁটেছেন একমঞ্চে।

সেখানে কী কথা হয়েছে তিশা - পরী'র মাঝে ? অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, দুই নায়িকাকে ‘হাই - হ্যালো’ করতে দেখা গেছে। তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি। ওইদিনের বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা। যেখানে তিনি জানিয়েছেন, পরীমণি বিগত দিনে যেভাবে অপদস্থ করেছেন তা তিনি ভুলে যাননি। এই প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছু নেই। তার সঙ্গে কথা বলারও দরকার নেই। সে বিগত দিনে আমাদেরকে যেভাবে অপদস্থ করেছে, তা ভুলবার নয়।

মঞ্চে পরীমণির সঙ্গে কথা হয়েছিল কি না এমন প্রশ্নে তিশা বলেন, মঞ্চের পেছনে এসে সে আমার হাত ধরেছিল। তখন হাই - হ্যালো না বলার কিছু নেই। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গেও দেখা হয় পরী'র। তার সঙ্গেও অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল না। তবে এদিন দুজনকেই হাসিমুখে কথা বলতে দেখা গেছে। এই বিষয়ে মিম বলেন, অনুষ্ঠানে হঠাৎ করে এসেই পরী আমাকে জড়িয়ে ধরে। এরপর পূর্বের সব ঘটনা ভুলে যেতে অনুরোধ করে। সবকিছুর জন্য সরি বলছিল। মানুষমাত্রই তো ভুল হয়, তাই আমিও ক্ষমা করে দিয়েছি।

তবে পত্রিকান্তরে জানা গেছে, মিমকে সরি বলার ঘটনা অস্বীকার করেছেন পরী। তিনি বলেন, আমি তাকে সরি বলেছি, এমন কথা কখন হলো ? কে শুনেছে ? কেউ বলতে পারবে ? এটা কি স্বপ্নে হয়েছে ? এ তো দেখছি সেই স্বপ্নে খাবার খাওয়া ঘটনার মতো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর