প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৭:৫০
কোপা আমেরিকার প্রস্তুতিতে আজ (৯ জুন) প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। আগামীকাল (১০ জুন) মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। জয়-পরাজয়ের চেয়েও ইকুয়েডরের বিপক্ষে এ ম্যাচে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করা এবং দলের সমন্বয় ঝালিয়ে নেওয়ার দিকে।
পাশাপাশি এ ম্যাচ দিয়ে বেঞ্চের শক্তিও পরীক্ষা করে নেবেন এই আর্জেন্টাইন কোচ। এমন ম্যাচে লিওনেল মেসিকে খেলানো হবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে মেসিকে খেলানোর ব্যাপারে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করেছেন স্কালোনি। বলেছেন, মেসিকে ইকুয়েডরের বিপক্ষে মাঠে দেখা যাবে। তবে আর্জেন্টাইন মহাতারকা পুরো সময় খেলানো হবে না অল্প কিছুক্ষণ, এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই।
সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামিতে খেলার সময় চোট নিয়ে বেশ ভুগেছেন মেসি। তবে অনুশীলন ক্যাম্প শুরুর পর স্কালোনি বলেছেন, কোপা আমেরিকায় পূর্ণ ফিট মেসিকে পাওয়া যাবে। মেসির ফিটনেস যাচাই করতে ইকুয়েডর এবং গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিও পাচ্ছেন স্কালোনি। কাল যার প্রথমটি শিকাগোর সোলজার ফিল্ডে, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলা নিয়ে স্কালোনি বলেছেন, ‘দর্শক মেসির খেলা দেখতে পাবে। সে নিশ্চিতভাবেই কিছু সময়ের জন্য খেলবে। কাকে কত মিনিট সময় দেওয়া যায়, তা নিয়ে আমরা সতর্কতার সঙ্গে ভাবছি।’
তবে মেসিকে কতক্ষণ খেলাবেন, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি স্কালোনি, ‘আমার মনে হয় লিও (মেসি) খেলবে। আমি জানি জানি না সে পুরো ম্যাচ খেলবে, ৩০ মিনিট খেলবে, নাকি ৬০ মিনিট খেলবে। কিন্তু লোকে তাকে দেখতে পাবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: